শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৩:০৫:৫৬

কাশ্মিরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

  কাশ্মিরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রাদেশিক রাজধানী শ্রীনগরের জামিয়া মসজিদের সামনে এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, শ্রীনগর পুলিশ লাইনে আজ শুক্রবার সকালে নিহত ডেপুটি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আয়ুব পন্ডিতকে সম্মান জানানো হয়। জাম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার মত লজ্জাজনক কাজ আর কিছু হতে পারে না।  

ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, ডিএসপি আয়ুব গতকাল বৃহস্পতিবার জামিয়া মাসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সন্ধ্যার দিকে উত্তেজিত জনতা যখন তাকে ঘিরে ধরে তখন তিনি এক পর্যায়ে নিজের জীবন বাঁচাতে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। গুলিতে তিন ব্যক্তি আহত হয়। তবে তাদের সবারই পায়ে গুলি লেগেছে। ডিএসপি আয়ুবের আগ্নেয়াস্ত্রটি খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সময় ডিএসপি আয়ুব সাদা পোশাকে ছিলেন। যে কারণে তার পরিচয় প্রথমে শনাক্ত করা যায়নি। কয়েক ঘণ্টা পর তার পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দিলে তার পরিচয় জানা যায়। তবে ওই সময় তার সঙ্গে অন্য কোনো পুলিশ সদস্য ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আয়ুবের উপর হামলার সময় সেখানে দায়িত্বরত বাকি পুলিশ সদস্যরা কোথায় ছিলেন সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জামিয়া মসজিদ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে পরিবার নিয়ে বাস করতেন আয়ুব। ওই এলাকায় তিনি ও তার পরিবার বেশ পরিচিত।

একই দিন নিয়ন্ত্রণ রেখায় আরও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়।
২৩ জুন ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে