শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ০৮:৪৫:৩০

৭ বছরের মধ্যেই অঘটন ঘটতে চলেছে ভারতে!

 ৭ বছরের মধ্যেই অঘটন ঘটতে চলেছে ভারতে!

আন্তর্জাতিক ডেস্ক: দেশের জন্য বড় সংকটের সঙ্কেত মিলল রাষ্ট্রসংঘের সাম্প্রতিক সমীক্ষায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৪ সালের মধ্যেই চিনের জনসংখ্যাকে ছাপিয়ে এক নম্বরে চলে যাবে ভারত। সমীক্ষায় এও জানানো হয়েছে, আর তেরো বছরের মধ্যে ১৫০ কোটি ছুঁয়ে ফেলবে ভারতের জনসংখ্যা।

উল্লেখ্য, বর্তমানে ভারতের জনসংখ্যা ১৩৪ কোটি। আর চিনে প্রায় ১৪১ কোটি মানুষের বসবাস। সম্প্রতি ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট’  নামে একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক দফতর।

সেই রিপোর্টে বলা হয়েছে, আগামী সাত বছরের মধ্যেই চিনের জনসংখ্যাকে টপকে যাবে ভারত। প্রসঙ্গত, ২০১৫ সালে রাষ্ট্রসংঘেরই একটি রিপোর্টে ভারতে জনবিস্ফোরণের ইঙ্গিত মিলেছিল। বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে জনসংখ্যার নিরিখে বিশ্বের একনম্বর স্থানটি দখল করবে ভারত। নতুন রিপোর্টে সেই সময়সীমা আরও দু’বছর বাড়ানো হল।
এই বিষয়ে অন্যান্য খবর

রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালের পরেও কয়েক দশক ধরে ভারতের জনসংখ্যার বাড়তে থাকবে এবং ২০৩০ সালে এদেশের আনুমানিক জনসংখ্যা হবে ১৫০ কোটি। ২০৫০ সালে সেটি গিয়ে দাঁড়াবে ১৬৬ কোটিতে। অন্যদিকে ২০৩০ সাল পর্যন্ত চিনের জনসংখ্যা মোটামুটি স্থিতিশীলই থাকবে।

অনুমান করা হচ্ছে, ২০১৭ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকরও বেশি জনসংখ্যা থাকবে মূলত ১০টি দেশেই। দেশগুলি হল, ‘ভারত, নাইজেরিয়া, কঙ্গো, পাকিস্তান, ইথিওপিয়া, তানজানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, উগান্ডা, ইন্দোনেশিয়া এবং মিশর।’-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে