বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ০৯:২৪:২২

‘ইয়েমেনে সৌদি হামলা যুদ্ধাপরাধ’

‘ইয়েমেনে সৌদি হামলা যুদ্ধাপরাধ’

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হাসপাতালের ওপর গত সোমবার সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর আইআরআইবি। হামলার নিন্দা জানিয়ে অ্যামনেস্টি বলেছে, ইয়েমেনের হেইদান হাসাপতালে সৌদি আরবের বিমান হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে এ কারণে যে, সেখানে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় চারটি প্রদেশের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হতো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক পরিচালক ফিলিপ লুথার বলেন, হেইদান হাসপাতালের ওপর হামলা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে কারণ ওই হামলায় মূলত সাধারণ জনগণ ও বেসামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক হাসপাতালের ওপর অব্যাহত সৌদি হামলাকে ফিলিপ লুথার উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, সোমবার ছিল ইয়েমেনের বেসামরিক মানুষের জন্য একটা বিশেষ দুঃখের দিন। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে