শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ১২:০৪:৫৩

‘আসাদের অপসারণ ইরানকে মানতে হবে’

‘আসাদের অপসারণ ইরানকে মানতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, সিরিয়ায় চলমান সহিংসতা নিরসনে ইরানকে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণ মেনে নিতে হবে। শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সিরিয়া সংকট নিয়ে সংলাপে বসবেন যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ১২টি দেশের শীর্ষস্থানীয় কূটনীতিকেরা। এর আগে সৌদি আরব এমন শর্ত জুড়ে দিল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জুবায়ের বলেন, ‘বাশারকে ক্ষমতা থেকে সরে যেতেই হবে। এতে কোনো সন্দেহ নেই। হয় তাকে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরে যেতে হবে। নয়তো জোর করে তাকে সরানো হবে।’ সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ইতি টানার পথ খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়। এতে প্রথমবারের মতো যোগ দিচ্ছে ইরানও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার ভিয়েনার উদ্দেশে যাত্রা করার আগে বলেন, সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান চায় যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দামেস্কের উদারপন্থী বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়ানো হচ্ছে। তিনি বলেন, ভিয়েনার আলোচনায় তাৎক্ষণিক রাজনৈতিক সমাধান নিশ্চিত নয়। তবু এ বৈঠক নিয়ে অনেক আশা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সিরিয়ায় যুদ্ধ বন্ধ করার জন্য রাজনৈতিক সংলাপ শুরু করাই ভিয়েনা বৈঠকের প্রধান লক্ষ্য। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। তুরস্ক, সৌদি আরব এবং উপসাগরীয় আরব দেশগুলো বাশারের বিপক্ষে। তারা বলছে, সিরিয়ায় দীর্ঘমেয়াদি ভূমিকায় থাকা উচিত নয় প্রেসিডেন্ট বাশারের। এদিকে, সিরিয়ার চলমান সংকট নিরসনে শুরু হতে যাওয়া আলোচনায় প্রথমবারের মত ইরানকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আলোচনার প্রাক্কালে বান কি-মুন সংকট সমাধানে বিশ্ব শক্তিসমূহের প্রতি নেতৃত্বসূলভ এবং নমনীয় আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেন, ‘পাঁচ পরাশক্তির কাছে আমার আহ্বান, তারা নিজেদের জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব-সুলভ ও নমনীয় আচরণ করবেন।’ নিজেদের কথা ভেবে আলোচনা দীর্ঘায়িত করলে, সিরিয়া এবং বিশ্ববাসীর ভোগান্তি বাড়বে। এছাড়া, সিরিয়ার বিবদমান পক্ষগুলো জাতীয় স্বার্থে নিজেদের মতভেদ ভুলে আলোচনা করবে বলেও আশাবাদ জানিয়েছেন বান কি-মুন। এছাড়া, আলোচনা শুরুর আগে বিভিন্ন দেশ এবং সিরিয়ার বিবদমান পক্ষগুলো পরস্পরের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ। রুশ হামলায় নিহত প্রায় ৬০০ এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ায় প্রায় এক মাস ধরে চলা রুশ বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৬০০ জন নিহত হয়েছে। তাদের দুই-তৃতীয়াংশই বিদ্রোহী যোদ্ধা। সংগঠনটি বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে। সূত্র: বিবিসি ৩০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে