শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫, ০৬:১৬:০৮

‘রাশিয়ার অর্থনীতি অবস্থা এখন নাজুক’

‘রাশিয়ার অর্থনীতি অবস্থা এখন নাজুক’

আন্তর্জাতিক ডেস্ক: নিম্নমুখী অর্থনীতির কারণে নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় রাশিয়া এখন আর বিশ্বশক্তি নয়। গত কয়েক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা গেছে, রাশিয়া আগের অবস্থায় নেই। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটা জানান। জোশ আর্নেস্ট জানান, রাশিয়া এখন আর বিশ্বশক্তি নয়। গত কয়েক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা গেছে, রাশিয়ার অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে।রাশিয়া বর্তমানে বিশ্বের ১৫তম বৃহৎ অর্থনীতির দেশ। কোনো কোনো ক্ষেত্রে রাশিয়া স্পেনের চেয়েও পিছিয়ে আছে বলে জানান তিনি। প্রেস সচিব আরও জানান, সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো সেই প্রভাব আর অর্থনৈতিক শক্তি রাশিয়ার নেই। আর্নেস্ট বলেন, ‘রাশিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। ৩০ অক্টোবর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে