রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৭:৪৫:২৫

ইহুদিরা ইউরোপ ত্যাগ করে ইসরায়েলে চলে যান: ইহুদি আইনবিদ

ইহুদিরা ইউরোপ ত্যাগ করে ইসরায়েলে চলে যান: ইহুদি আইনবিদ

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের বার্সেলোনায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। আর এ পরিস্থিতিতে ইউরোপকে মোটেই নিরাপদ নয় বলে মনে করছেন বার্সেলোার একজন ইহুদি আইনবিদ।

ইউরোপের বিভিন্ন শহরে বেশ কিছু ইহুদির বসবাস। বার্সেলোনা এসব শহরের অন্যতম। বার্সেলোনার ইহুদি আইনবিদদের প্রধান মেহির বার-হেন।   সম্প্রতি তিনি ইহুদিদের স্পেন ত্যাগ করে ইসরায়েলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

মেহির বার-হেন বলেন, স্পেন এখন ‘ইউরোপের ইসলামিক সন্ত্রাসের কেন্দ্র। ’

সম্প্রতি বার্সেলোনায় যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। কর্তৃপক্ষ মনে করছে এটি একটি বড় সন্ত্রাসী সংগঠনের কাজ।

সম্প্রতি জেটিএ নামে একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দেন মেহির বার-হেন। তিনি সেখানেই বলেন, স্পেনের অবস্থা ভালো নয়। তিনি তার ধর্মীয় লোকদের উৎসাহিত করছেন ইসরায়েলে চলে যেতে।

তিনি বলেন, ‘আমি আমার ধর্মের লোকদের বলছি, এখানে ভালোর জন্য থাকবেন না। আমি তাদের বলছি ইসরায়েলে সম্পত্তি কিনুন। এ স্থানটি হারিয়ে গেছে। আলজেরিয়া বা ভেনিজুয়েলার ইহুদিদের মতো ভুল আর করেন না। দেরি করার চেয়ে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। ’

তবে তার এ বক্তব্যকে সবাই ভালোভাবে দেখছেন না। অনেকেই পরামর্শ দিচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার ওপর আস্থা রাখতে।-সূত্র: ফক্স নিউজ
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে