রবিবার, ২০ আগস্ট, ২০১৭, ০৮:৩০:২৮

‘৫ বছরে ২৯৮ জন ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান’

‘৫ বছরে ২৯৮ জন ভারতীয় মুসলমানদের নাগরিকত্ব দিয়েছে পাকিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান গত পাঁচ বছরে ২৯৮ জন ভারতীয়কে নিজেদের নাগরিকত্ব দিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রনালয় এ কথা জানিয়েছে। পাক সংবাদমাধ্যম 'এক্সপ্রেস ট্রিবিউন' এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর শেখ রোহেল আসগর শনিবার ন্যাশানাল অ্যাসেম্বলিতে একটি প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নের জবাবেই অভ্যন্তরীণ মন্ত্রনালয়ের তরফে জানানো হয়, ভারত ছেড়ে পাকিস্তানে ঢুকেছেন এমন ২৯৮ জনকে গত পাঁচ বছরে পাকিস্তান ধাপে ধাপে নাগরিকত্ব দিয়েছে।

২০১২ থেকে ২০১৭ সালের ১৪ এপ্রিলের মধ্যে কত জন ভারতীয় পাক নাগরিকত্ব পেয়েছেন, তারই হিসাব দিয়েছে পাক সরকার। ২০১৪ সালে সবচেয়ে বেশি এবং ২০১৫ সালে সবচেয়ে কম ভারতীয়কে পাকিস্তান নিজেদের নাগরিকত্ব দিয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্ট বলছে, ভারত থেকে পাকিস্তানে ঢোকা ৪৮ জনকে ২০১২ সালে পাক নাগরিকত্ব দেওয়া হয়। ২০১৩ সালে সেই সংখ্যা পৌঁছয় ৭৫-এ, ২০১৪ সালে পৌঁছায় ৭৬-এ। ২০১৫ সালে মাত্র ১৫ জন ভারতীয়কে পাকিস্তান নিজেদের দেশের নাগরিকত্ব দিয়েছে বলে জানিয়েছে। তার পরে ২০১৬ সালে আবার ৬৯ জনকে এবং ২০১৭-র ১ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ জনকে পাক নাগরিকত্ব দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের দাবি।

পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া মোটেই খুব সহজ কাজ নয়। কিন্তু ভারত, আফগানিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার থেকে অনেক মানুষ পাকিস্তানে অবৈধ অনুপ্রবেশ করেছেন এবং বছরের পর বছর পাকিস্তানে থাকছেন বলে পাক সরকারের দাবি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে