মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭, ১০:৪৩:১৭

বার্সেলোনার রাস্তায় কান্নায় ভেঙে পড়লেন মুসলিমরা

বার্সেলোনার রাস্তায় কান্নায় ভেঙে পড়লেন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক:  ‘আমরা মুসলিম হতে পারি৷ কিন্তু আমরা জঙ্গি নই’ একথা বলে কান্নায় ভেঙে পরেছেন বার্সেলোনার মুসলিমরা ৷ বার্সেলোনার রাস্তায় শ’য়ে শ’য়ে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে এখন একটাই কথা৷

বার্সেলোনায় জঙ্গি হামলার পর কেটে গিয়েছে চারদিন৷ পথচারীদের উপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা দুনিয়া৷ ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছিল জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট৷

সোমবার এই ঘটনার প্রতিবাদেই সরব হল শ’য়ে শ’য়ে মুসলিম ব্যক্তিরা৷ বার্সেলোনার রাস্তায় দাঁড়িয়ে জঙ্গি হামলার প্রতিবাদ করে মুসলিমরা৷ এই ঘটনায় গাড়ির তলায় চাপা পড়ে ১৫জন নিহত হয়েছিলেন৷ আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷

বার্সোলোনার এক মুসলিম কমিউনিটি এই ঘটনার প্রতিবাদে সরব হয়৷ বার্সেলোনার বিখ্যাত জায়গা প্লাজা দে কাটালুনিয়াতে তাঁরা মিলিত হন৷ যেখান থেকে কিছু দূরেই দুর্ঘটনাস্থলটি অবস্থিত৷ এদিন এই এলাকার চিত্রটা একেবারেই অন্যরকম ছিল৷ একে অপরের সঙ্গে কান্নায় ভেঙে পরেছিলেন৷

একইসঙ্গে তারা হাতে ব্যানার নিয়ে এই ঘটনার প্রতিবাদ করেন রাস্তায়৷ সেই ব্যানারে সেই দেশের ভাষাতেই এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে৷ যার অর্থ- মুসলিমরা সন্ত্রাসবাদের বিরোধী৷ ব্যানারের পাশাপাশি চিৎকার করে তারা এই জঙ্গি হানার প্রতিবাদ জানায়৷

কেউ কেউ কেঁদেও ফেলেন এই আবেগঘন মুহূর্তে৷ বিভিন্ন ব্যানারে ছয়লাপ হয়ে গিয়েছিল এদিন বার্সেলোনার রাস্তায়৷ বেশ কিছু ব্যানারে লেখা রয়েছে, বার্সেলোনার মুসলিমরা জঙ্গিহানার এহেন ঘটনাকে একেবারেই সমর্থন করেন না৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে