মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১৪:২৮

প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে দেড় লাখ রোহিঙ্গা যুবক

প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে দেড় লাখ রোহিঙ্গা যুবক

আন্তর্জাতিক ডেস্ক : সংকটময় পরিস্থিতিতে অনেক রোহিঙ্গা যুবকই এখন প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কয়েকটি সূত্র। তারা জানিয়েছে, রোহিঙ্গাদের হারানোর আর কিছু নেই। তাই এখন থেকে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা যুবকরা।

সূত্রগুলো জানায়, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের প্রতিরোধে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা যুবক প্রস্তুতি নিচ্ছে। মিয়ানমারের বিভিন্ন দুর্গম জঙ্গলে পালিয়ে থাকা রোহিঙ্গা যুবকরা প্রতিরোধের জন্য প্রশিক্ষণ নিচ্ছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কয়েকটি সূত্রও রোহিঙ্গা যুবকদের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন।

মিয়ানমারের সামরিক জান্তা বাহিনীর দমনপীড়নের পর থেকে বাংলাদেশে অনুপ্রবেশে রোহিঙ্গা মুসলিমদের ঢল নামে। যাদের বেশির ভাগই নারী, শিশু, মধ্য বয়সী ও বৃদ্ধ। যুবকদের সংখ্যা খুবই কম। যে সব যুবক এসেছে তারা অধিকাংশই সবল নয়। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা যুবকরা সেখানেই রয়ে গেছেন এবং সেখানে তারা কিছু একটা করছেন।

তবে কয়েকজন রোহিঙ্গা শরণার্থী জানান, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীরা রোহিঙ্গা যুবকদের হত্যা করেছে। সহিংসতার শুরু হওয়ার পূর্বেই মিয়ানমার বাহিনীর পরিকল্পনা অনুযায়ী প্রথমে টার্গেট করা হয় রোহিঙ্গা যুবকদের। এবং সেই পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয়।

রাখাইন রাজ্যে নৃশংস নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হচ্ছে রোহিঙ্গা মুসলমান। ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় তিন লাখ রোহিঙ্গা। যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যবারের তুলনায় এবার রোহিঙ্গা পুরুষদের আশ্রয় নেওয়ার সংখ্যা কম। যুবকদের অনুপ্রবেশের হার আরো কম।

অনুপ্রবেশকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব যুবকরা মিয়ানমারের সেনাদের হামলার পাল্টা জবাব দিতেই থেকে গেছে। গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা ঘাঁটিতে হামলা চালায় নির্যাতিত রোহিঙ্গারা। এসব ক্ষুব্ধ রোহিঙ্গাদের বেশির ভাগই যুবক। দীর্ঘদিনের বঞ্চনা আর নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্চার হয়েছে তারা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে