সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৮:৫৫

সাগরে যুদ্ধজাহাজ, আজ দেয়া হলো ঘোষণা

সাগরে যুদ্ধজাহাজ, আজ দেয়া হলো ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীনের যৌথ নৌমহড়ায় এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ অংশ গ্রহণ করছে। সাত দিনের এ মহড়া আজ থেকে শুরুর ঘোষণা দেয়া হয়েছে।

‘যৌথ সাগর-২০১৭’ নামের নৌমহড়া জাপান সাগর এবং ওকহোৎসেকে চলবে বলে রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র ভ্লাদিমির মাতভিব জানান। দ্বিতীয় পর্যায়ের নৌমহড়ায় ১১টি যুদ্ধজাহাজ, দুটি ডুবোজাহাজ, চারটি উদ্ধারকারী জাহাজ, চারটি ডুবোজাহাজ বিধ্বংসী বিমান এবং যুদ্ধজাহাজের অবতরণের উপযোগী চারটি হেলিকপ্টার অংশ নেবে।

মহড়ার প্রথম অংশ গত জুলাই মাসে বাল্টিকে অনুষ্ঠিত হয়েছে।

চীন ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সামরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ার ‘সক্রিয় অংশে’ তাজা গোলাগুলি ব্যবহারের কথা জানানো হয়েছিল।

আমেরিকা ও জাপানের সাথে চীনের যখন নানামুখী সামরিক উত্তেজনা চলছে তখন এ মহড়া অনুষ্ঠিত চলেছে। এতে রাশিয়া ও চীন সামরিক দিক দিয়ে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে