বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫২:২৩

চার মার্কিন তরুণীর এমন সিদ্ধান্তে বিস্মিত পুরো বিশ্ব

চার মার্কিন তরুণীর এমন সিদ্ধান্তে বিস্মিত পুরো বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রান্সে এসিড আক্রমণের শিকার হওয়া বোস্টন কলেজের ৪ ছাত্রীর মধ্য থেকে দুইজন জানায়, তারা তাদের সেই ভয়াবহ স্মৃতি ভুলে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এর মধ্যে একজন অপরাধীকে ক্ষমাও করে দিয়েছে এমনটাই সে জানালো ফেসবুকে।

এই আক্রমণের শিকার মাইকেল ক্রুগ ও তার বন্ধু বর্তমানে ভালোই আছেন। তারা খুব দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরে আসছে। স্থানীয় সময় রোববার মারসেইলসে ট্রেনের বাইরে তার চোখে হাউড্রোক্লোরিক এসিড দেওয়া হয়। মার্কিন তরুণীদের এমন সিদ্ধান্তে বিস্মিত পুরোবিশ্ব।

ক্রুগ ফেসবুকে লিখেছে, ‘আমি আক্রমণকারীকে ক্ষমা করে দিয়েছি। তার সাহায্যের প্রয়োজন সে অসুস্থ মানসিকতার অধিকারী। এছাড়াও ভাগ্যের জোরে বেঁচে যাওয়া কোর্টনি সিভারলিং নামের অপর এক নারীও এই আক্রমণকারীর জন্য প্রার্থনা করেন। যদিও তিনি আহত হননি।

আক্রমণকারীকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছিল। আর অঅক্রমণের শিকার ৪ মার্কিন নারীই আক্রমণকারীর মানসিক সুস্থতার জন্য ঈশ্বরপুত্র যিশুর কাছে প্রার্থনা করেন। বর্তমানে প্রত্যেকেই তাদের নিজ জীবনে ভালো অবস্থায় আছেন। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে