শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০৩:০২

কেন এই যুদ্ধ জাহাজকে ভয় পাচ্ছে পাকিস্তান-চিন?

কেন এই যুদ্ধ জাহাজকে ভয় পাচ্ছে পাকিস্তান-চিন?

আন্তর্জাতিক ডেস্ক :  গত ২২বছরে এই প্রথম ভারতের মাটিতে তৈরি INS Kalavari সাবমেরিন তুলে দেওয়া হল ভারতীয় নৌসেনার হাতে৷ সূত্রের খবর, বৃহস্পতিবারই তুলে দেওয়া হয়েছে এটি৷

► কেন এই যুদ্ধ জাহাজকে ভয় পাচ্ছে পাকিস্তান-চিন?  কি এই INS Kalavari?

এটি একটি ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন৷ স্করপিন শ্রেণির৷ এই প্রথম ম্যাজাগন ডকস লিমিটেড-এর প্রোজেক্ট ৭৫-এর অধীনে ভারতেই, ফ্রান্সের DCNS প্রযুক্তিতে তৈরি করা হল এই অত্যাধুনিক সাবমেরিন৷

এটি একটি স্টিলথ সাবমেরিন এবং এটি এমনই প্রযুক্তিতে তৈরি যে শত্রুপক্ষও এই সাবমেরিনকে চিহ্নিত করতে পারবে না৷ এর ওজন ১,৫৫০ টন এবং অ্যান্টি শিপ টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল লঞ্চ করার জন্য রয়েছে ছ’টি ৫৩৩ মিলিমিটার টর্পেডো টিউব৷

চিন-পাকিস্তান দুই দেশের গতিবিধির ওপর কড়া নজর রাখতে এর ভূমিকা যে অনস্বীকার্য হয়ে উঠবে এমনটাই মনে করা হচ্ছে৷ ভারত মহাসাগরের ভয়ঙ্কর টাইগার শার্কের নাম অনুযায়ী এই সাবমেরিনের নামকরণ করা হয়েছে৷

প্রসঙ্গত, দ্বিতীয় স্করপিন সাবমেরিন INS Khanderi চলতি বছরে জানুয়ারিতে লঞ্চ করা হয়েছিল৷ তবে এর ডেটা লিক করে ২০১৬-এর অগস্টে এটি লঞ্চ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হবে৷ ১৯৬৭সালের ৮ডিসেম্বর প্রথম Kalvari আসে ভারতীয় নৌসেনাবাহিনীতে৷

তিন দশক কাজের পরে এটি আবার ফিরিয়ে নেওয়া হয়৷ দ্বিতীয়টি এই বছরই জানুয়ারিতে লঞ্চ করা হয়৷ তৃতীয় স্করপিন Karanj টিও এই বছরের শেষের দিকে লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছে৷ --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে