রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৫:৪২

৭.১ রিখটার স্কেলে তীব্র ভুমিকম্পে কাঁপলো মেক্সিকো

৭.১ রিখটার স্কেলে তীব্র ভুমিকম্পে কাঁপলো মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক : আবার তীব্র ভুমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে সেখানে। চলতি মাসে এই নিয়ে তিনবার ভুমিকম্প হল মেক্সিকোতে। এর আগের দুটি শক্তিশালী ভুমিকম্পে কমপক্ষে ৪০০ জন মানুষ মারা গিয়েছিল।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ওক্সাকার মাটিয়াস রোমিরো থেকে ১২ মাইল দুরে ভুমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৬.২। চলতি মাসে যে দুটি ভুমিকম্প হয় তার একটির কেন্দ্রস্থল ছিল রোমারির এই জায়গা। সেই ভুমিকম্পের তীব্রতা ছিল ৮.১।

বৃহস্পতিবার আরও একবার ভুমিকম্পে কেঁপে ওঠে সেন্ট্রাল মেক্সিকো। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৭.১।

এদিনের ভুমিকম্পের জেরে মেক্সিকোর রাজধানীতে সর্তকতা জারি হয়েছে। যার জেরে সেন্ট্রাল মেক্সিকোতে উদ্ধারকার্য সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরপর ভুমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়েছে মেক্সিকানদের মধ্যে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে