রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১২:১৬

উ. কোরিয়ার ‘সবচেয়ে কাছে’ মার্কিন বোমারু বিমান

উ. কোরিয়ার ‘সবচেয়ে কাছে’ মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ‘সবচেয়ে কাছ’ দিয়ে মার্কিন বোমারু উড়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাতে শনিবার এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে পরস্পরকে হুমকি দিয়ে কথা বলেছে। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, যেকোনও হুমকি মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের উদাহরণ ছিলো এটা।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিজেদের ও মিত্রদের রক্ষায় প্রয়োজনে উত্তর কোরিয়াকে ‘ধ্বংস’ করবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট বলেছেন, উত্তর কোরিয়ার এত কাছে আর কোনও মার্কিন বোমারু বিমান উড়ে যায়নি। আমরা উত্তর কোরিয়ার আচরণ খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’

জাতিসংঘে উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের কিছুক্ষণ আগেই এই ঘোষণা দেয় পেন্টাগন। এখন দেখার যুক্তরাষ্টের এই পদক্ষেপের বিপরীতে কি করে কিম জং ইন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে