রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:২৯:৩১

গোটা ভারতকে গুড়িয়ে দিতে সক্ষম পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র

গোটা ভারতকে গুড়িয়ে দিতে সক্ষম পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র শাহিন-১এ'র সফল উত্‍ক্ষেপণ করলো পাকিস্তান। ৯০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র। যা গোটা ভারতের ভূখন্ডকে টার্গেট করতে পারে।

ভারতের বিভিন্ন প্রান্তকে টার্গেট করে সমক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র উত্‍ক্ষেপণের কয়েকদিনের মধ্যেই ফের ৯০০০ কিলোমিটার পাল্লার মিসাইলটি উত্‍ক্ষেপণ করে পাকিস্তান। স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল জুবির মোহাম্মদ হায়াত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত সপ্তাহে শাহিন-২ এর সফল উত্‍ক্ষেপণ করে পাকিস্তান। পরমাণু অস্ত্রবহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ১,৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের এই পদক্ষেপের মধ্যে দিয়ে ভারতকে প্রচ্ছন্নে হুমকি দিয়ে রাখল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে