রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৫৯:৪৯

কিম জং উন আর বেশি দিন নেই : ট্রাম্প

কিম জং উন আর বেশি দিন নেই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কথার লড়াই আরো এক মাত্রা বৃদ্ধি পেয়েছে। উ. কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী সমাবেশের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, কিম জং উনের আর বেশি দিন থাকতে পারছেন না।
 
কিমের পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে বলেন, ‘মি. শয়তান প্রেসিডেন্ট’ কিম জং উনকে ‘আত্মঘাতী মিশনে থাকা রকেটম্যান’ বলার পরে মার্কিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা অনিবার্য হয়ে গেছে।

এর জবাবে টুইটারে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, মাত্র শুনলাম উ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর ভাষণে ছোট রকেট মানবের কথার প্রতিধ্বনি, তারা আর বেশি দিন টিকতে পারবে না।
 
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচী নিয়ে  ট্রাম্প ও কিমের মধ্যে বাগবিতণ্ডা অব্যাহত রয়েছে। সম্প্রতি তারা একে অপরকে পাগল বলে অভিহিত করেন।

বিশ্লেষকরা বলেছেন, এই বাগযুদ্ধের ফলে সৃষ্ট ধোয়াশার কারণে ভুল বোঝাবোঝির সৃষ্টি হতে পারে এবং দুই পক্ষের কারো ভুলে তখন ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে। রয়টার্স।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে