রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১৬:২৮

যুক্তরাষ্ট্রকে আঘাত হানা ছাড়া আর কোনও পথ নেই : কিম

যুক্তরাষ্ট্রকে আঘাত হানা ছাড়া আর কোনও পথ নেই : কিম

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকাকে কড়া জবাব দেওয়াটা অনিবার্য হয়ে পড়েছে। কারণ, যে ভাবে ডোনাল্ড ট্রাম্প উত্তর  কোরিয়ার প্রেসিডেন্টকে "লিটল রকেটম্যান" বলে বিদ্রূপ করেছেন, এরপর তো আর কোনও পথ নেই।

শনিবার এমনই হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কূটক্তিই তাদেরকে বাধ্য করবে মার্কিন মাটিতে আঘাত হানতে, জাতিসংঘের সাধারণ সভায় দাঁড়িয়ে বলেন রি ইয়ং হো।

এর পাশাপাশি হুঁশিয়ারি দেন, উত্তর কোরিয়ার যে পরমাণু শক্তি রয়েছে, তা আমেরিকার মূল ভূখণ্ডকে আঘাত হানতে সক্ষম। উল্লেখ্য, সপ্তাহভর ধরে বিশ্ব শান্তি রক্ষার্থে তৈরি জাতিসংঘের মঞ্চেই দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত উত্তপ্ত বাক্য বিনিময় চলল।

এ দিন ইয়ং হোর বক্তৃতার ঠিক আগেই উত্তর কোরিয়ার উপকূলের আকাশে মার্কিন বোমারু বিমান শক্তিপ্রদর্শন করে। ডোনাল্ড ট্রাম্প বিদ্রুপ করে কিমকে যদি "লিটল রকেটম্যান" বলেন, কিমও কিন্তু থেমে নেই। তিনিও পাল্টা বিদ্রুপ করে ট্রাম্পকে বলেছিলেন "ডোটার্ড"। এমন অভিনব শব্দ শুনে অভিধানে তার মানে খুঁজতে হিড়িক পড়ে গিয়েছিল গোটা বিশ্বে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে