বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০৯:২৩:৩৭

ছয় বছরের শিশুদের করা প্রশ্নে ফেল করল ২২ হাজার শিক্ষক

 ছয় বছরের শিশুদের করা প্রশ্নে ফেল করল ২২ হাজার শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: ৬ বছরের শিক্ষার্থীদের জন্য করা প্রশ্নে ফেল করল ২১ হাজার ৭৮০ জন শিক্ষক! ভাবা যায়! শিক্ষকের যদি এই অবস্থা হয় তাহলে সেই শিক্ষক দিয়ে জাতি কি আশা করবে? তারা বাচ্চাদের শেখাবে কি?

ঘটনাটি নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশে কাদুয়ানাতে।  

কাদুয়ানা রাজ্যের গভর্নর জানান,  ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য নেওয়া পরীক্ষায় ফেল করেছেন ২১ হাজার ৭৮০ জন শিক্ষক-শিক্ষিকা।  প্রায় দুই-তৃতীয়াংশই সেখানে আশানুরূপ ফল করতে ব্যর্থ হয়েছেন।  শিক্ষকদের পাস মার্ক ছিল ৭৫ শতাংশের বেশি।  মাত্র ছয় বছরের বাচ্চাদের জন্য প্রশ্নে এই পরিমান নম্বর তোলার শিক্ষকদের জন্য ছিল সাধারন ব্যাপার।  কিন্তু এখানেই ফেল মেরেছে তারা।  

শাস্তি হিসেবে এই সব শিক্ষকদের বহিষ্কার করেন গভর্নর।  সেই সাথে নতুন করে ২৫ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।  

আফ্রিকার দেশটিতে শিক্ষার মানোন্নয়ন করার জন্য বিশ্ব ব্যাংকের সাথে একটি প্রকল্প পরিচালনা করা হচ্ছে।  রাজনৈতিক বিবেচনা, স্বজনপ্রীতিসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বেশিরভাগ শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বলে অনুসন্ধানে বেড়িয়ে আসে।  সেজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছিল না।  রাজ্য সরকার ও বিশ্বব্যাংক মিলে ছয় বছরের বাচ্চাদের জন্য বানানো প্রশ্ন নিয়ে শিক্ষকদের পরীক্ষা নেয়।  তখনই বের হয়ে আসে শিক্ষাক্ষেত্রে নাইজেরিয়ার এই ভয়ানক অবস্থার চিত্র।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে