বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০৪:৪৬:০১

অগ্রসর হচ্ছে চীন, যে কোনও মুহূর্তে আক্রমণ! সীমান্তে সেনা সাজাচ্ছে ভারত

অগ্রসর হচ্ছে চীন, যে কোনও মুহূর্তে আক্রমণ! সীমান্তে সেনা সাজাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : অগ্রসর হচ্ছে চীন, যে কোনও মুহূর্তে ভারতের উপর আক্রমণ করতে পারে! তাই সীমান্তে নিরাপত্তারক্ষীদের উপর বাড়িয়ে দেওয়া হল নিরাপত্তা৷ একইসঙ্গে সীমান্তের পরিকাঠামো উন্নয়নের উপরও বিশেষ জোর দেওয়া হল৷ চীনের আক্রমণের পাল্টা জবাব দিতেই ভারতের সেনাবাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল মোদি সরকার৷

ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ সীমান্তে ৪,০৫৭ কিমি এলাকায় শুরু হতে চলছে এই উন্নয়নের কাজ৷ বুধবার আর্মি কমান্ডার কনফারেন্সে এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়৷ জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়৷

সীমান্তে যেকোনও পরিস্থিতিতে যাতে শত্রুপক্ষের মোকাবিলা করা যায় সেই বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে এই বৈঠকে৷ সীমান্তে কাঠামোর উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছেন তিনি৷ সেই সাথে সীমান্তে বাড়তি সেনা মোতায়েনও করা হচ্ছে।

সম্প্রতি ভারত-চীন সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ ‘নমস্তে’ কূটনীতির চালে মুগ্ধ হয়ে বেজিং সীমান্তে শান্তি বজায়ে নয়াদিল্লির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল৷ জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ৩৪৮৮ কিমি বিস্তৃত ভারত-চীন সীমান্ত৷ এর মধ্যে ২২০ কিমি এলাকা পড়ে সিকিম অঞ্চলে৷

সীমান্ত সমস্যা মেটাতে দু’দেশের মধ্যে ১৯ বার কথোপকথন হয়৷ তবে, নির্মলা সীতারমনের সিকিম সফরের পর এখন করা মনে হচ্ছে দু’দেশই সীমান্ত সমস্যা মেটাতে ও সেখানে শান্তি বজায়ে উদ্দ্যোগী হওয়ার একটা আশা দেখলেও, নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রেখেছে ভারত৷
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে