সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৬:১৭:৩০

আচমকাই ২২ হাজার ফুট নেমে এলো বিমান, অক্সিজেন না পেয়ে প্রাণ সঙ্কটে যাত্রীরা

আচমকাই ২২ হাজার ফুট নেমে এলো বিমান, অক্সিজেন না পেয়ে প্রাণ সঙ্কটে যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিকল বিমানের ভিতরের অক্সিজেন ব্যবস্থা! সিলিং থেকে ঝুলে পড়ল অক্সিজেন মাস্কগুলি। হাঁসফাঁস অবস্থা যাত্রী এবং বিমানকর্মীদের।

কেবিন প্রেশার হঠাত্‍ করে কমে যাওয়ায় ইন্দোনেশিয়া গামী এয়ার এশিয়ার বিমানকে ফের নামিয়ে আনা হয় পশ্চিম অস্ট্রেলিয়ার পারথ বিমানবন্দরে। বিমানসংস্থার পক্ষ থেকে বিষয়টিকে যদিও 'যান্ত্রিক ত্রুটি' বলে দায় এড়ানো হচ্ছে।

তবে, অস্ট্রেলিয়ার মিডিয়ার খবর, টেক অফের ২৫ মিনিটের মধ্যেই বিমানটি ৩২ হাজার ফুট উচ্চতা থেকে আচমকাই ১০ হাজার ফুটে নেমে আসে। আর এর ফলেই সমস্যা দেখা দেয়। বিমানের ভিতরে যাত্রীদের মধ্যে স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

কয়েকজন যাত্রী বিমানের ভিতরেই আতঙ্কে পরিবারের লোকজনদের এসএমএস-হোয়াটসঅ্যাপ করতে থাকেন। সেই মেসেজ পৌঁছবে না সেটা জেনেও। এয়ার এশিয়া কর্তৃপক্ষ যদিও যাত্রীদের নিরাপত্তার বিষয়টাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূ্র্ণ এবং এটি সম্পূর্ণ যান্ত্রিক ত্রুটির ঘটনা বলে দায় এড়াতে চেয়েছেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে