সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৯:০৭:৫০

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের যুদ্ধবিমান সিরিয়ার একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা করেছে। হামলায় এ ব্যবস্থাকে ধ্বংস করে হয়েছে বলে ইসরাইলি বিমান বাহিনী দাবি করেছে।

রাজধানী দামেস্ক থেকে পূর্বে আজ (সোমবার) এ হামলা চালানো হয়েছে। ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চালানোর জবাবে এ হামলা করা হয়েছে বলে ইসরাইলি বিমান বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়। ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননের আকাশে ছিল বলেও দাবি করা হয়। অবশ্য সিরিয় সরকার এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

এদিকে, এর আগে, হামাহ প্রদেশের কাছে একটি সিরিয় ঘাঁটিতেও হামলা করেছে ইসরাইলি বাহিনী। হামলায় দুই সেনা নিহত এবং ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে।

কিরকুকের কাছে বিভিন্ন সড়ক ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী ইরাকি বাহিনী সোমবার জানিয়েছে, তারা বিতর্কিত কিরকুক নগরীর অদূরে কুর্দি যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন সড়ক ও স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। স্বাধীনতার দাবিতে বিতর্কিত গণভোটের পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই তারা এসবের নিয়ন্ত্রণ নিলো। খবর এএফপি’র।

ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড জানান, কিরকুকের নিরাপত্তা পুনঃনিশ্চিত করার ক্ষেত্রে এটি ছিল তাদের অভিযানের একটি অগ্রগতি।

সেখানে ইরাকি বাহিনীর লক্ষ্য হচ্ছে সামরিক ঘাঁটি ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়া। ইসলামিক স্টেট উগ্রবাদী গ্রুপের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে কুর্দি যোদ্ধারা এসব সামরিক ঘাঁটি ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে