মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১২:৫৩:২৯

উত্তর কোরিয়ায় হামলায় বিদ্যুৎহীন হতে পারে যুক্তরাষ্ট্র!

উত্তর কোরিয়ায় হামলায় বিদ্যুৎহীন হতে পারে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আর আমেরিকার সম্পর্কের যত অবনতি ঘটছে তত বাড়ছে যুদ্ধ সম্ভাবনা। মার্কিন কংগ্রেসকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে উত্তর কোরিয়ার তড়িৎ চুম্বকীয় স্পন্দনের মাধ্যমে হামলার ব্যাপারটি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। কেননা এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

বিশেষজ্ঞরা আরো জানান এই ইএমপি হামলা যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। যদিও ট্রাম্প সরকার বিষয়টিকে খুব একটা পাত্তা দেয়নি।

মার্কিন কংগ্রেসের তড়িৎ চুম্বকীয় স্পন্দনবিষয়ক কমিশনের চেয়ারম্যান উইলিয়াম গ্রাহাম এবং চিফ অফ স্টাফ ভিনসেন্ট প্রাই সম্প্রতি এক নিরাপত্তাবিষয়ক শুনানিতে এই তথ্য প্রকাশ করেন।

সিএনএন জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার শক্তি প্রদর্শন চললেও যতদিন সম্ভব কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করবেন তিনি।

তিনি স্টেট অব দ্য ইউনিয়নকে বলেন, 'প্রথম বোমা পড়ার আগ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চলবে।'
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে