সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০২:৪৮:০২

বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত রণতরী, চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প!

বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত রণতরী,  চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ায় মোতায়েন মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে ভিড়েছে। দক্ষিণ কোরিয়ার সাথে সপ্তাহব্যাপী বড় ধরণের যৌথ সামরিক মহড়া শেষে বুশানে ভিড়ল পরমাণু শক্তিচালিত এক লাখ টনেরও বেশি ওজনের রণতরীটি।

ইউএসএস রোনাল্ড রিগ্যানের নেতৃত্বাধীন মার্কিন স্ট্রাইক গ্রুপে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ারসহ আরো কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে।

আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার কারণে পিয়ংইয়ংয়ের সাথে চলমান উত্তেজনা আরো তুঙ্গে উঠেছে। যৌথ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে মহড়া চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মহড়ায় যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ যুদ্ধজাহাজ এবং সাবমেরিন অংশ নিয়েছে।

এদিকে, বুশানবাসী মার্কিন নৌবহরকে স্বাগত জানানোর পরিবর্তে এর বিরোধিতা করেছে। বন্দরে বিশাল ব্যানার দেখা গেছে যাতে লেখা ছিল- "মার্কিন বাহিনী ফিরে যাও।"

এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বিষয়ক দৈনিক স্টারস অ্যান্ড স্ট্রাইপস।

চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আক্ষরিক অর্থেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন।

হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসসহ কয়েকজন শীর্ষ স্থানীয় সামরিক উপদেষ্টার সাথে বৈঠক করেছেন ট্রাম্প। যার বিষয়বস্তু ছিল, উত্তর কোরিয়ার আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধু দেশগুলোকে হুমকি দেয়া থেকে ঠেকাতে এই মুহূর্তে করণীয়।

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। টুইট করে বলেছিলেন, ‘একটা জিনিসেই এখন কাজ হবে’। উত্তর কোরিয়ার প্রতি বার্তাটা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। সরাসরি না বললেও তিনি যে ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতিই নিচ্ছেন তা অনেকের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল।

ম্যাটিস ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড।

পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারি থেকে মোট ১৫টি পরীক্ষায় ২২ বার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশ। পিয়ং ইয়ং থেকে সরাসরি আমেরিকায় পরমাণু হামলার হুমকিও দিয়েছেন কিম। শাস্তি হিসেবে উত্তর কোরিয়ার উপর প্রতিবারই কোনও না কোনও কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিন্তু কিম তাতে দমেননি। খুব সম্প্রতি জাপান উপকূলের উপর দিয়ে দু’টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করেছে তারা। পরমাণু পরীক্ষা না থামালে জাতিসঙ্ঘের মঞ্চ থেকে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পাল্টা ট্রাম্পকে মানসিক ভারসাম্যহীন বলে আক্রমণ করেছেন কিমও। দুইপক্ষে বাদানুবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। কিন্তু এত দিন শুধু মুখে যুদ্ধের কথা বললেও এবার সরাসরি সেটি নিয়েই ভাবনা-চিন্তা শুরু করেছেন ট্রাম্প।

একইসাথে কোরীয় উপসাগরে বেড়েছে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতাও। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ংকে শক্তি প্রদর্শন করতে কোরীয় উপসাগরের ওপর দিয়ে উড়েছে দুটি মার্কিন সুপারসনিক বোমারু বিমান। শুধু তা-ই নয়, জাপান সাগরে আমেরিকার সাথে যৌথ মহড়া দিয়েছে জাপান আর দক্ষিণ কোরিয়ার বাহিনীও। দক্ষিণ কোরিয়ার সামরিক মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টই জানিয়েছেন, এই মহড়ার মাধ্যমে আমেরিকা ও তার বন্ধুপক্ষ উত্তর কোরিয়াকে দেখাতে চায়, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। (১৩-১০-১৭ প্রকাশিত সংবাদ)
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে