সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৬:১৫:৪২

মোদির রাজ্য গুজরাতে গিয়ে বোমা ফাটালেন রাহুল গাঁন্ধী

মোদির রাজ্য গুজরাতে গিয়ে বোমা ফাটালেন রাহুল গাঁন্ধী

আন্তর্জাতিক ডেস্ক : রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাত সফরের পরদিনই সেই রাজ্যে নির্বাচনী প্রচারে এলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁন্ধী। আক্রমণ শানালেন মোদি বাহিনীর বিরুদ্ধে।

জিএসটি থেকে নোটবন্দি- সবকিছুকেই নিশানা করে বোমা ফাটালেন কংগ্রেস নেতা। তিনি বলেন, জিএসটি-কে আরও সরলীকৃত করা উচিত ছিল। ব্যবসায়ীদের কাছে এটা রীতিমতো ভীতিপ্রদ।

কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে রাহুল বলেন, ''এই জিএসটি জিএসটি নয়, এটা গব্বর সিংহ ট্যাক্স।''

নোটবন্দি ইস্যু তুলে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি বলেন, এমনকী মোদী নিজেও প্রথম দু-তিন দিন ব্যাপারটা বুঝতে পারেননি।

অমিত শাহর ছেলে জয় শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে রাহুল জানতে চান, মোদী কেন এই প্রসঙ্গে কোনও কথা বলছেন না।

নরেন্দ্র মোদির 'মন কি বাত'-কেও খোঁচা দিতে ছাড়েননি রাহুল। তিনি বলেন, ''আমি মোদীজিকে গুজরাতের 'মন কি বাত' জানাতে চাই। গুজরাতের তরুণ প্রজন্ম শিক্ষা চায়। গত ২২ বছরে আপনি এ রাজ্যের প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়কে ৫-১০ জন শিল্পপতির হাতে তুলে দিয়েছেন।''
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে