সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৭:৫৭:৪০

আমন্ত্রণ পেয়েও আমেরিকা ঢুকতে পারেনি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান

আমন্ত্রণ পেয়েও আমেরিকা ঢুকতে পারেনি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে সেনাপ্রধানের আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেও আমেরিকায় ঢুকতে পারেননি ইন্দোনেশিয়ার সেনাপ্রধান জেনারেল গাতোত নুরমানটিও। তিনি জার্কাতা থেকে ওয়াশিংটনের বিমানে ওঠার ঠিক আগের মুহূর্তে জানতে পারেন যে তার আমেরিকায় ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন উপ রাষ্ট্রদূতকে আজ(সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেন্টিনো মারসুদি। এদিকে, ইন্দোনেশিয়ার মার্কিন দূতাবাস এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে।

মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের পক্ষ থেকে জেনারেল গাতোত এবং তার স্ত্রীর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাথে সাথেই আমেরিকা সফর স্থগিত করে দেন তিনি।

উগ্রবাদ বিরোধী প্রতিরক্ষা সম্মেলনে যোগ দেয়ার জন্য তার ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল। এ সম্মেলনে যোগ দেয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মার্কিন সেনাবাহিনীর চেয়ারম্যান অব স্টাফ জেনারেল জোসেফ ডানফোর্ড।-পার্স টুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে