সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৮:২১:০৩

অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে, একঘরে মেয়েটি পরিবার

অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে, একঘরে মেয়েটি পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : অন্য ধর্মের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল মুসলিম মেয়েটি। সেই অপরাধে ভারতের কেরালার মালাপ্পুরাম জেলার এক মসজিদ কড়া নির্দেশিকা জারি করে।

সেই মেয়েটির পরিবারকে সম্পূর্ণ একঘরে করার নির্দেশ দিয়েছে মসজিদ। সেই পরিবারের অপরাধ, তারা তাদের বাড়ির মেয়েকে ভিন ধর্মে বিয়ে করার অনুমতি দিয়েছেন।

গত ২০ অক্টোবর ইউসুফের মেয়ে জসিলা বিয়ে করেন খ্রিষ্টান যুবক টিসো টমকে। বিশেষ বিবাহ আইন মতে বিয়ের অনুষ্ঠান হয়। পেরিনথালমান্না এলাকায় আয়োজন করা হয় রিসেপশন অনুষ্ঠানের।

সেখানে স্বত্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শতাধিক মানুষ। এই বিয়ের অনুষ্ঠানে কোনও বিশেষ ধর্মের নিয়ম অনুসরণ করা হয়নি বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর, কেরালার ওই মসজিদের মাহালু কমিটির তরফে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়। নির্দেশে বলা হয়, ওই মসজিদের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তিকে কুন্নম্মাল ইউসুফ এবং তার পরিবারের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে।

কারণ, ইউসুফের মেয়ে একজন ভিনধর্মীকে বিয়ে করেছেন। তবে ওই সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই মসজিদের নির্দেশিকা মানেনি। তবে মাহালু কমিটির এরকম ফতোয়া, এই প্রথম নয়।

এর আগেও বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন কড়া ধর্মীয় নির্দেশিকা জারি করেছে। তবে সেই নির্দেশিকা অমান্য করার ঘটনা এই প্রথম। পাত্রীর আত্মীয়রা ফেসবুকের মতো বিভিন্ন সোশ্যাল সাইটে এই বিয়ের খবর প্রকাশ করেন। তাতেও মেলে বিপুল জনসমর্থন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে