বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:০২:৪০

ইরানের ক্ষেপণাস্ত্র বিপ্লব : বিশ্বে চতুর্থ বৃহত্তম শক্তি

ইরানের ক্ষেপণাস্ত্র বিপ্লব : বিশ্বে চতুর্থ বৃহত্তম শক্তি

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের চতুর্থ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ ইরান। ইরানের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেকান এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

ক্ষেপণাস্ত্র দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ইরান গ্রহণযোগ্য অবস্থানে রয়েছে বলে উল্লেখ করে হোসাইন দোকান জানান, আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই ইরান রয়েছে।

তিনি আরো বলেন, হামলার সম্ভাব্যতা অনুযায়ী ক্ষেপণাস্ত্র পাল্লা বাড়ানোর চেষ্টা চলছে। লক্ষবস্তুতে ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাতের ক্ষমতা বাড়ানো এবং রাডার ফাঁকি দেয়ার ক্ষমতা বাড়ানোর চেষ্টা ইরান করছে বলেও জানান তিনি। ছয় জাতিগোষ্ঠীর আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি অন্তর্ভুক্ত করার তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ আলোচনায় কেবলমাত্র পরমাণু কর্মসূচির বিষয়টিই থাকবে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে