বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:১৮:১৯

বড় ধরনের পরমাণু দুর্ঘটনা!

বড় ধরনের পরমাণু দুর্ঘটনা!

আন্তর্জাতিক ডেস্ক : ‘উচ্চমাত্রার’ তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়া সত্ত্বেও নিজেদের ভূখণ্ডে কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটেনি বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার উরাল পবর্তমালা এলাকায় তেজস্ক্রিয় আইসোটোপ রুথেনিয়াম-১০৬ এর দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

একটি পারমাণবিক দুর্ঘটনা ঘটেছে, এমন খবর প্রকাশ হওয়ার পর রাশিয়া থেকে আসা সরকারি তথ্যেও তার সমর্থন মিলেছে বলে প্রকাশিত খবরগুলোতে উল্লেখ করা হয়েছে।

৯ নভেম্বর ফ্রান্সের পারমাণবিক নিরাপত্তা সংস্থা আইআরএসএন জানিয়েছিল, তেজস্ক্রিয় দূষণের ফলে তৈরি হওয়া একটি মেঘ ইউরোপের আকাশে শনাক্ত হয়েছে এবং এতে ইঙ্গিত পাওয়া গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাশিয়া অথবা কাজাখস্তানের কোনো একটি পারমাণবিক স্থাপনার ফুটো দিয়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। কিন্তু এ ধরনের কোনো দুর্ঘটনার কথা স্বীকার করেনি রাশিয়া বা কাজাখস্তান।

রাশিয়ার আবহাওয়া বিভাগ রশিড্রোমের খবরটিই রাশিয়া থেকে প্রকাশিত প্রথম সরকারি খবর যা ফ্রান্সের খবরটিকে সমর্থন করছে। রশিড্রোম জানিয়েছে, উরাল পর্বতমালার দণিাংশে তাদের দু’টি স্টেশন সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে ওই তেজস্ক্রিয় আইসোটোপটির ‘অত্যন্ত উচ্চমাত্রার দূষণ’ শনাক্ত করেছে।-রয়টার্স ও বিবিসি
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে