বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:০০:৩২

ইজরায়েলের কারণে ইরানের সঙ্গে সম্পর্কে কোপ বসাচ্ছে ভারত

ইজরায়েলের কারণে ইরানের সঙ্গে সম্পর্কে কোপ বসাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিশেষভাবে আগ্রহী ভারত। যার কারণে ইরানে বিনিয়োগে কোপ বসাতে চলেছে নয়াদিল্লি। এমনই সংবাদ প্রকাশিত হয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে। যে সংস্থাটির সদর দফতর লন্ডন শহরে অবস্থিত।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, ইজরায়েলের সঙ্গে সুসম্পর্ক গঠনে বিশেষ উদ্যোগী হয়েছে ভারত। সেই কারণে তেহরানের সঙ্গে সম্পর্কে কোপ বসাতে চলেছে নয়াদিল্লি। যদিও ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটছে না মোদী সরকার। ওই দেশে বিনিয়োগের পরিমাণে কাটছাঁট করতে চাইছে দিল্লি। পরিসংখ্যান অনুসারে ইরানে ভারতের বিনিয়োগের পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার।

সম্প্রতি ইজরায়েলের একটি অনুসন্ধান কেন্দ্রে বৈঠক করেন ভারত, গ্রিস এবং ইজরায়েলের পদস্থ কর্তারা। সেই বৈঠকেই তেহরান-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে নীল নকশা আঁকা হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট মনিটর। একইসঙ্গে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হওয়ার নানাবিধ কারণ রয়েছে বলে দাবি করেছে ভারতীয় প্রশাসনিক কর্তারা।

এই বিষয়ে ভারত বা ইজরায়েলের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। যদিও ইজরায়েলের একটি সংবাদ পত্রে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে মিডল ইস্ট মনিটর। চলতি বছরের জানুয়ারিতে জেরুজালেম সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে বৈঠক করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সময় থেকেই নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠন করতে উদ্যোগী হয় দুই দেশ।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে