বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭, ১১:০৯:৪৫

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর বিতর্ক এবার আন্তর্জাতিক আদালতে টেনে নিয়ে যেতে চায় পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের তরফে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সেদেশের পররাষ্ট্র মুখপাত্র মোহাম্মদ ফয়জলই এই ইঙ্গিত দিয়েছেন।

কাশ্মীর ইস্যুকে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে পারে বলে গত কয়েকমাস ধরেই আলোচনা চলছে কূটনৈতিক মহলে। আর তাতে পাকিস্তানের ঢাল হতে পারে কুলভূষণ যাদবের ইস্যু। ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্ট সন্দেহে ধৃত কুলভূষণ এখন পাকিস্তানের জেলে বন্দি। পাকিস্তানের আদালত তাকে মৃত্যুদণ্ডও দিয়েছে।

তবে, এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। আপাতত পাকিস্তান আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে রেখেছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। আর তারপর থেকে মনে করা হচ্ছিল এবার কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে পাকিস্তান। কারণ, এর আগে সেভাবে আন্তর্জাতিক স্তরে ভারত-পাকিস্তান কূটনৈতিক দ্বৈরথ হয়নি।

কাশ্মীর নিয়ে পাকিস্তান বরাবর আন্তর্জাতিক মধ্যস্থতা চাইলেও ভারত বরাবর তার তীব্র বিরোধিতা করেছে। কিন্তু কুলভূষণ ইস্যুতে ভারত আন্তর্জাতিক আদালতের সাহায্য নেওয়ায়, তাকে সামনে রেখে পাকিস্তান কাশ্মীর ইস্যু নিয়ে সরব হতে পারে বলে তখনই মনে করা হয়েছিল। বৃহস্পতিবারের পর দেখা যাচ্ছে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে।

তবে পাকিস্তানের তরফে এ নিয়ে এখনও সরাসরি কিছু জানানো হয়নি। এদিন মহম্মদ ফয়জলের কাছে জানতে চাওয়া হয়, কাশ্মীর ইস্যুতে তারা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে যাবে কি না। এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না-এ দেননি ফয়জল।

বরং তিনি জানিয়েছেন, বিষয়টি আপাতত পাকিস্তানের আইনজ্ঞদের বিবেচনাধীন। বিষয়টি সে দেশের অ্যাটর্নি জেনারেল দেখছেন বলেও ফয়জল মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিকস্তরে কাশ্মীর-ইস্যুকে তুলে ধরা পাকিস্তানের কাছে বরাবরই খুবই গুরুত্বপূর্ণ।

এদিন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা কুলভূষণ ইস্যুতেও মুখ খুলেছেন। জানিয়েছেন, কুলভূষণের সঙ্গে তার স্ত্রীকে দেখা করতে দেওয়া হচ্ছে সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। ভারতের তরফে কুলভূষণের মাকেও ছেলের সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। সেই অনুরোধ আপাতত পাক সরকারের বিবেচনাধীন বলেই তিনি জানিয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের ভারতে চিকিত্‍সার জন্য ভিসা দিয়ে ভারত রাজনৈতিক লাভ করতে চাইছে বলেও এদিন অভিযোগ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের তরফে। তাদের দাবি, এটা মোটেও মানবিক দৃষ্টিভঙ্গি নয়। বরং একজন একজন করে এমনভাবে ভিসা দেওয়া হচ্ছে যাতে ভারত রাজনৈতিক ফায়দা তুলতে পারে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে