শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০১:১২:৩২

মরক্কোতে বৃষ্টির জন্য সব মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা

মরক্কোতে বৃষ্টির জন্য সব মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা

ইসলাম ডেস্ক :  মরক্কোতে বৃষ্টির জন্য সব মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বৃষ্টির অভাবে দেশের কৃষিকাজ মারাত্মক হুমকির মুখে পড়ায় বাদশাহ সারা দেশের মসজিদগুলোতে বৃষ্টির জন্য মুসল্লিদের নামাজ আদায় করতে বলেছেন। খবর বিবিসির।

মরক্কোবাসীদের বৃষ্টির জন্য নামাজ পড়তে একটি রাজকীয় আদেশ জারি করেছেন বাদশাহ মোহাম্মদ। বৃষ্টির অভাবে মৌসুমী খাদ্যশস্যের উৎপাদন ব্যহত হচ্ছে। এ মাসের শুরুতে খাদ্য বিতরণকালে ১৫ জন নিহত হয়। বৃষ্টির কারণে খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে বলে বিভিন্ন জিনিসের দামও অনেক বেড়ে গেছে।

দেশটির প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। গত বছরের খরার কারণে দেশটির হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছেন। শুক্রবার ক্রাউন প্রিন্স মৌলেই এল হাসানের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করেছেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে