বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ১০:২৬:৪২

আরও একটি পদক হারালেন সু চি

আরও একটি পদক হারালেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি’র আরও একটি খেতাব ফিরিয়ে নেয়া হয়েছে। আয়ারল্যান্ডের ‘ফ্রিডম অব ডাবলিন সিটি’ অ্যাওয়ার্ডের তালিকা থেকে তার নাম অপসারণ করা হয়েছে।
সু চি’র খেতাব ফিরিয়ে নিতে ভোটের আয়োজন করেছিলেন ডাবলিন শহরের কাউন্সিলররা। সেখানে ৬২ জন কাউন্সিলরের মধ্যে সু চি’কে তালিকা থেকে অপসারণের পক্ষে ভোট দেন ৫৯ জন।

এর আগে সু চি’কে এই খেতাব দেয়ার প্রতিবাদে গত মাসে পপ তারকা বব গেল্ডফ তার ‘ফ্রিডম অব ডাবলিন’ পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন।

প্রসঙ্গত, নভেম্বরে সু চি’র ‘ফ্রিডম অব দি সিটি’ খেতাব প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের অক্সফোর্ড সিটি কাউন্সিল। অক্সফোর্ডের সেন্ট হিউ’স কলেজ, যেখানে সু চি পড়াশোনা করেছেন, সেখান থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়।

আরাকানে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও নৃশংসতা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে এ পর্যন্ত ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে