শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ০৯:৫৮:০৮

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বেআইনি: রাশিয়া

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বেআইনি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে বেআইনি ঘোষণা করে এসব সেনা প্রত্যাহার করে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

তিনি সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয় এবং দেশটির বেশিরভাগ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসার কথা উল্লেখ করে বলেন, সিরিয়ায় এখনো নিজের সেনা উপস্থিতি ধরে রাখার জন্য আমেরিকা যে অজুহাত তুলে ধরছে তা গ্রহণযোগ্য নয়।

যাখারোভা আরো বলেন, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং তা মেনে নেয়া যায় না। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দায়েশকে এখনো পুরোপুরি পরাজিত করার যায়নি- এই অজুহাত তুলে সেনা উপস্থিতি ধরে রাখতে চায় ওয়াশিংটন।

জাতিসংঘের ম্যান্ডেট কিংবা সিরিয়া সরকারের অনুমোদন ছাড়া ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা। মার্কিন বাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও বেশিরভাগ ক্ষেত্রে মার্কিন বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়। এ ছাড়া, মার্কিন বাহিনী বহুবার সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়ে পরে দাবি করেছে, তারা সন্ত্রাসী ভেবে ভুল করে সিরিয়ার সেনা অবস্থানে বিমান হামলা চালিয়েছে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে