শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫২:৪৪

চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি

চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে৷ পরমাণু অস্ত্রশস্ত্র এবং ক্ষেপনাস্ত্র তৈরির জন্য আমেরিকার পাশাপাশি গোটা বিশ্বের কাছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া৷ যেকোনো মুহূর্তে বেঁধে যেতে পারে যুদ্ধ এমন অজুহাত দেখিয়েই নিজেদের পরমাণু ভান্ডার আরো শক্তিশালী করছে উত্তর কোরিয়া৷ তবে, পরমাণু অস্ত্রশস্ত্র যদি তৈরি করা বন্ধ না করে উত্তর কোরিয়া তাহলে রাশিয়া এবং চীন যেন এই দেশের সঙ্গে সমস্ত রকম আর্থিক বিষয় সংক্রান্ত চুক্তি রদ করে৷ এদিন হোয়াইট হাউসে দাঁড়িয়ে চীন এবং রাশিয়াকে ঠাণ্ডা ভাষায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন৷

শুক্রবার রাতে জাতিসঙ্ঘে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠকের আয়োজন করা হয়৷ সেই বৈঠকেই জাতিসঙ্ঘে উত্তর কোরিয়ার স্থায়ী প্রতিনিধি জ্যা জং ন্যাম বলেন, আমেরিকার হুমকির মোকাবিলা করতেই উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রশস্ত্র তৈরি করছে।

নিরাপত্তা পরিষদের একই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার কাছে আর্জি জানিয়েছিলেন, শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে সমস্যার সমাধান করার এবং উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি৷ এমনকি কিছুদিন আগেও টিলারসন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে পরমাণু অস্ত্রসস্ত্রসহ যেকোনো বিষয়ে আমেরিকার কাছেই জবাব দেবে আমেরিকা৷ তবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, যদি উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা নিরীক্ষা বন্ধ করে৷ তবেই আলোচনায় বসতে রাজি রয়েছে আমেরিকা৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্যেরই বিরোধিতা করলেন তিনি৷ গত সপ্তাহে তিনি বলেছিলেন, যেকোনো মুহূর্তে যেকোনো বিষয় নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি রয়েছে আমেরিকা৷ কিন্তু গতকাল তিনি নিজের কথার উপরই শর্ত আরোপ করে বসলেন৷ বলেন, আমেরিকা রাজি রয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে তবে কোনোরকম শর্তের কাছে মাথানত করবে না আমেরিকা৷ যদিও চীন এবং রাশিয়া রেক্সের এহেন মতামতকে পুরোপুরি সমর্থন জানিয়েছে৷

চলতি বছর উত্তর কোরিয়া বেশ কিছু পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে৷ আমেরিকার পক্ষ থেকে বারবার বারণ করা স্বত্ত্বেও তারা এই ধরণের কাজ চালিয়ে গিয়েছে৷ এই প্রসঙ্গে জাতিসঙ্ঘের বৈঠকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জানিয়েছন, আমেরিকাসহ অন্য দেশগুলো যদি উত্তর কোরিয়ার প্রতি বিদ্বেষ নীতি পরিত্যাগ না করে তাহলে এই ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে৷
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে