সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:০০:০৭

ইনজেকশনের ভয়ে হাসপাতালের জানালা দিয়ে লাফ!

ইনজেকশনের ভয়ে হাসপাতালের জানালা দিয়ে লাফ!

আন্তর্জাতিক ডেস্ক: ইনজেকশনের ভয় কম বেশি সকলের আছে। তাই বলে মৃত্যুর চেয়ে ভয় অন্য কিছুতে নেই এটাতো সবারই জানা। কিন্তু ভারতে এমনই এক ঘটনা ঘটেছে যেখানে সামান্য ইনজেকশনের ভয়ে হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েছে এক নারী। এবং এই ঘটনায় তিনি বেশ আহত হয়েছেন।

এই ভয়ঙ্কর কাণ্ড দেখে হতবাক হয়ে গেলেন রোগীর পরিবারের আত্মীয়রা। জানা গেছে, ইনজেকশন নেওয়ার ভয়েই এই কাজ করেছেন তিনি। রোববার দুপুরে  কলকাতার আরজিকর হাসপাতালের পাঁচতলার জানলা দিয়ে লাফ দিলেন পিঙ্কি মজুমদার নামে এক মহিলা। গুরুতর আহত পিঙ্কি আরজিকর হাসপাতালেই চিকিৎসাধীন। ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।  

জানা গেছে, পিঙ্কি মজুমদারের (৩০) বাড়ি হাবড়াতে। কয়েকদিন আগে আরজিকরের মহিলা বিভাগে ভর্তি হন সন্তানসম্ভবা পিঙ্কি। শুক্রবার একটি পুত্র সন্তান প্রসব করেন তিনি। সন্তান প্রসবের পর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। রাখা হয়েছিল আইসিইউতে।

রোববার সকালে আইসিইউ থেকে বের করে আনা হয় মহিলা বিভাগে।
রবিবার দুপুরে নার্স তাকে ইনজেকশন দিতে এসেছিল। তাই দেখেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়েন পিঙ্কি। নার্স তাকে ছুটে গিয়ে ধরতে যান। সে সময়টুকুও দেননি রোগী। মুহূর্তে জানলা দিয়ে লাফ দিয়ে নিচে পড়েন। জানলায় কোনও শিক ছিল না। আচমকা এই এই ঘটনায় চমকে যান নিচে দাঁড়িয়ে থাকা অন্য রোগীর পরিবারের আত্মীয়রা।  

এর আগেও একাধিকবার তাকে ইনজেকশন দেওয়া হয়েছে। ইনজেকশনের ভয়ে তিনি লাফ দিয়েছেন এমন যুক্তি তাই ধোপে টেকে না। ঘটনার পর খবর দেওয়া হয়েছে স্থানীয় থানায়। আসলেই সেই নারীর মানসিক অবস্থা স্থিতিশীল ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে