বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৯:২১:৩৫

বিপুল পরিমাণ অর্থ নাগরিকদের অ্যাকাউন্টে দিয়েছে সৌদি

বিপুল পরিমাণ অর্থ নাগরিকদের অ্যাকাউন্টে দিয়েছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছর উপলক্ষে নাগরিকদের অ্যাকাউন্টে দুই দশমিক এক রিয়াল ট্রান্সফার করেছে সৌদি আরব। গত বুধবার দেশটির নাগরিকদের অ্যাকাউন্টে ওই অর্থ ট্রান্সফার করা হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের সরকার। জানা গেছে, নয়শ ৩৫ রিয়াল করে জমা পড়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে। তিন মিলিয়ন পরিবার ও একক ব্যক্তি সেই অর্থ পেয়েছেন।

এর আগেরবারের দেওয়া অর্থ সুবিধা এবং এবারেরটা মিলিয়ে ১১ মিলিয়ন পরিবার সাত দশমিক ছয় মিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা পেল। গড়ে নয়শ করে রিয়াল সহায়তা পেল আট লাখের বেশি পরিবার।

দুই বারের ট্রান্সফারে চার বিলিয়নের বেশি রিয়াল সহায়তা করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি তৃতীয় ট্রান্সফার করা হতে পারে। ইতোমধ্যেই সেই আবেদনগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।

গত বছরের ২১ ডিসেম্বর প্রথম দফায় নাগরিকদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হয়।-সৌদি গেজেট
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে