শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ১২:৩২:০৯

সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

 সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

আন্তর্জাতিক ডেস্ক: বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জোড়াবাগান। অভিযোগ, বিজেপি যুব কর্মীদের উপর হামলা চালান তৃণমূল কংগ্রেস কর্মীরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী। ঘটনাস্থলে যান বিজেপি নেতা মুকুল রায়।

বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে কাঁথি থেকে কোচবিহার বাইক মিছিলের কর্মসূচি নেয় বিজেপি যুব মোর্চা। অভিযোগ, শুক্রবার সকালে সেই মিছিল শুরুর আগেই জোড়াবাগানের বিনানি ভবনে ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। অভিযোগ, বিজেপি যুব মোর্চা কর্মীদের গেস্টহাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁদের। করা হয় মারধর। এমনকি মারধরের পর বাইরে থেকে গেস্টহাউসের মধ্যে আটকে রাখা হয় বলেও অভিযোগ।

এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ভাঙচুর করা হয় গাড়িতে। ভাঙচুর চালানো হয় স্থানীয় দোকানেও। দুপক্ষের সংঘর্ষে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। কিছু পরে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায়ও। অভিযোগ করেন, মিছিলের জন্য অনুমোদন পাওয়ার পরেও অরাজক পরিস্থিতির তৈরি করা হচ্ছে। যদিও হামলার ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন নির্মল মাঝি।-জিনিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে