শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ০৯:৩০:৫২

মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের ধর্মীয় নেতার

মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তুরস্কের ধর্মীয় নেতার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী এরবাস। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান মুসলিম কমিউনিটি’র সঙ্গে দায়ানাত সেন্টারে এক সভায় তিনি এ আহ্বান জানান।
 
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে বিভক্ত হয়ে পড়েছে। ১০০ বছর আগে মুসলমানরা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ ছিল। পরে মুসলমানরা ৪০ ভাগে বিভক্ত হয়েছে। আমরা এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া দরকার।

আলী এরবাস বলেন, মুসলমানরা আজ একে অপরের বিরুদ্ধে উসকানি দিচ্ছে। জাতিগত বিভেদ সৃষ্টি করছে। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমানরা একে অপরের বিরুদ্ধে নয়।

জাতিগত আলাদা পরিচয়কে জাতিগত বিভেদ হিসেবে না দেখার আহ্বান জানিয়েছে তিনি বলেন, ভিন্ন ভিন্ন জাতি বা গোষ্ঠীর সম্মিলনীর মাধ্যমে ইসলাম ও মুসলমানরা সমৃদ্ধ হয়েছে। পবিত্র কুরআনেও ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর কথা বলা হয়েছে। কিন্তু এর মানে বিভেদ নয়। তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সরকারি সফরে আলী এরবাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে