রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ১২:১৪:৩৮

যুক্তরাষ্ট্রে হঠাৎ মিসাইল হামলার ভুল খবরে হুলুস্থুল

যুক্তরাষ্ট্রে হঠাৎ মিসাইল হামলার ভুল খবরে হুলুস্থুল

আন্তর্জাতিক ডেস্ক: সকাল সকালই হঠাৎ মিসাইল হামলার আশঙ্কায় আতঙ্কিত যুক্তরাষ্ট্রের পুরো হাওয়াই অঞ্চল। কারণ একটি টেক্সট মেসেজ, যা জরুরি সতর্কবার্তা হিসেবে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনের সাহায্যে।

আতঙ্কে পুরো হাওয়াইবাসী পাগলপ্রায় হওয়ার পর জানা গেল সতর্কবার্তাটি ভুল!

স্থানীয় সময় শনিবার সকালে হাওয়াই অঙ্গরাজ্যের মোবাইল ফোন ব্যবহারকারী অধিবাসীদের ফোনে স্থানীয় সরকারের পক্ষ থেকে একটি টেক্সট মেসেজ পাঠানো হয়। সেখানে লেখা: ‘হাওয়াই ব্যালিস্টিক মিসাইল হামলার ঝুঁকিতে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিন। এটি কোনো মহড়া নয়।’

এই মেসেজ পেয়ে আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সতর্কবার্তার খবর ভাইরাল হওয়ার সাথে সাথে টনক নড়ে হাওয়াই ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (ইএমএ)। সেখান থেকে জানানো হয়, হাওয়াইয়ে কোনো মিসাইল হামলার হুমকি নেই।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে