রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৫:২৮:২৮

সিরিয়ায় তুরস্কের ভারী গোলাবর্ষণ শুরু

সিরিয়ায় তুরস্কের ভারী গোলাবর্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আফরিন অঞ্চলে তৎপর ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অবস্থানে ভারী গোলা বর্ষণ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী।
 
তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু নিউজ এজেন্সির বরাত দিয়ে হুরিয়াত ডেইলি জানায়, তুরস্কের হাতাই প্রদেশের রেয়হানলি ও কিরিখান এলাকা থেকে পিকেকে ও পিওয়াইডি কর্মীদের ওপর গোলাবর্ষণ শুরু করেছে তুর্কি সেনাবাহিনী।

আফরিনের পাশাপাশি বোসোফেন, কিন্দিরেস, দেইর বেলুত এবং রাজো এলাকায় ৩৬ বার কামানের গোলাবর্ষণ করেছে তুর্কি সেনারা। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান ঘোষণা করেছেন, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের আফরিন অঞ্চলে তৎপর কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করে দেবে তুর্কি সেনারা।

সিরিয়া থেকে সন্ত্রাসীরা নির্মূল হওয়ার পথে রয়েছে এবং তার ভাষায় ‘কুর্দি সন্ত্রাসীদেরও’ নির্মূল করা হবে বলে হুশিয়ারি দেন তুর্কি প্রেসিডেন্ট।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে