রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:২০:৪০

একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন: ভারতকে পাকিস্তান

একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন: ভারতকে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি ও বাকযুদ্ধ। আর তারই জের ধরে আরও একবার পারমাণবিক যুদ্ধের হুমকি আসলো পাকিস্তানের পক্ষ থেকে। একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন- এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই জবাব দিয়েছে পাকিস্তান।

এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খোয়াজা আসিফ ট্যুইট করে বলেন, ‘ভারতীয় সেনাপ্রধান অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করেছেন। পদে থেকে এমন কথা বলা উচিৎ নয়। নিউক্লিয়ার এনকাউন্টারের আমন্ত্রণ জানাচ্ছি। সেটাই যদি কাম্য হয়, তাহলে সেই পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন। এতেই জেনারেল রাওয়াতের সব সন্দেহ দূর হবে। ইনশাল্লাহ।’

উল্লেখ্য, সম্প্রতি আর্মি ডে উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান প্রসঙ্গে রাওয়াত বলেন, যদি সত্যিই পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তানের কত ক্ষমতা বোঝা যাবে। এরপরই জবাব দেন পাক পররাষ্ট্র মন্ত্রী।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে