রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৪:১০

শেষ পর্যন্ত ট্রাম্পকে 'হুঁশিয়ারি' দিল আফ্রিকার ছোট দেশও!

শেষ পর্যন্ত ট্রাম্পকে 'হুঁশিয়ারি' দিল আফ্রিকার ছোট দেশও!

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা এক নোংরা স্থান- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ক্ষমতাধর আমেরিকাকে চোখ রাঙাল আফ্রিকার এক ছোট রাষ্ট্র বৎসোয়ানা। দেশটির সরকার ট্রাম্পের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, নিন্দনীয় এবং বর্ণবাদী বলে উল্লেখ করে অবিলম্বে ট্রাম্পকে তার দেওয়া মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

ওয়াশিংটনে অভিবাসন সংক্রান্ত ভাষণে আফ্রিকার দেশগুলিকে অত্যন্ত নোংরা স্থান বলে মন্তব্য করেন ট্রাম্প। আমেরিকায় থাকা আফ্রিকান ইউনিয়নের ৫৫টি দেশের প্রতিনিধিরা সরব হয়েছেন। তাদের দাবি, অবিলম্বে ট্রাম্পকে এমন মন্তব্যের ক্ষমা চাইতে হবে।

এদিকে, বিক্ষোভ ছড়িয়ে পড়তেই বৎসোয়ানা সরকার তলব করে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে। কেন প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবিদ্বেষমূলক কুরুচিকর মন্তব্য করেছেন তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয়, অবস্থান না বদলালে ট্রাম্পকে আরও কড়া বার্তা পাঠানো হবে।

অন্যদিকে, বৎসোয়ানার মতো ছোট দেশের এমন অবস্থানে চমক লেগেছে দুনিয়ার। প্রবল মার্কিন বিরোধিতায় সরব উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তি নেই। তবুও যেভাবে বৎসোয়না সরকার মার্কিন রাষ্ট্রদূতকে তিরস্কার করেছে তাতে চমকে গেছে আন্তর্জাতিক মহল।

বৎসোয়ানা দেশ হিসেবে ছোট হলেও আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। আর সেটা হীরার খনির বদৌলতে। দেশের অর্থনীতির এক তৃতীয়াংশ আসে হীরা থেকে। দেশটিতে আছে বিশাল হীরার মজুদও। তবে জনসংখ্যা মাত্র ২ মিলিয়ন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে