মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩০:৩৩

রকেট হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ ভারতীয় দূতাবাস

রকেট হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ ভারতীয় দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক : রকেট হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কাবুলে ভারতীয় দূতাবাস৷ হতাহতের খবর মেলেনি এখনও৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাতে৷

ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, কাবুলে ভারতীয় দূতাবাসের বিল্ডিংয়ের সামনে এসে পরে ওই রকেটটি৷ সামনের দিকটি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তবে, কর্মীরা একেবারেই নিরাপদে রয়েছেন৷

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে এই খবরের সত্যতা স্বীকার করে তিনি জানিয়েছেন, ভারতের কূটনীতিবিদ এবং কর্মীরা একেবারেই সুরক্ষিত রয়েছেন৷

তবে, সাম্প্রতিক কালে এই ধরণের কোনও ঘটনা না ঘটলেও ২০০৮র ঘটনার স্মৃতি উস্কে দিল আজকের এই রকেট হামলা৷ ২০০৮সালে গাড়ি বোমা বিস্ফোরণে দুই ভারতীয় কূটনীতিবিদ এবং দু’জন নিরাপত্তারক্ষী মারা গিয়েছিলেন৷ ওই হামলার জন্য দায়ী ছিল হাক্কানি নেটওয়ার্কের জঙ্গিরা৷ --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে