মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮, ১০:০৩:৪৭

ফের মহাযুদ্ধের হুশিয়ারি

ফের মহাযুদ্ধের হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক :  ফের মহাযুদ্ধের হুশিয়ারি! আমেরিকা এবং উত্তর কোরিয়ার মধ্যে বিবাদ নয়া মোড় নিতে চলেছে৷ আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় শুরু হতে চলেছে শীতকালীন অলিম্পিক৷

তার আগেই উত্তর কোরিয়ার ওপর নজরদারি কয়েকগুণ বাড়িয়ে তুলতে চাইছে আমেরিকা৷ গুয়ামের কাছে যুদ্ধবিমান বেশি সংখ্যক মোতায়েনের কাজ ইতিমধ্যেই আমেরিকা শুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে৷ এছাড়া একটি এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার এবং একটি যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়েছে৷

একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে উত্তর কোরিয়া৷ তার মতে, শীতকালীন অলিম্পিক পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা তার সামরিক মহড়া বন্ধ রাখবে বলেই জানিয়েছিল, কিন্তু এখন আমেরিকা তার কথার খেলাপ করছে বলে অভিযোগ উত্তর কোরিয়ার৷ এর ফলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কেও প্রভাব পড়বে বলে মনে করছে পিয়ংইয়ং৷

উল্লেখ্য, উইন্টার অলিম্পিক নিয়ে সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে বৈঠক হয়৷ সিওলে নিজেদের খেলোয়াড়দের পাঠাতে রাজি হয় উত্তর কোরিয়া৷ আমেরিকাও সমগ্র পদক্ষেপের প্রশংসা করে৷ কিন্তু গত সপ্তাহে মার্কিন এয়ারফোর্স প্রায় ৩টি বি-২ যুদ্ধবিমান গুয়ামে মোতায়েনের সিদ্ধান্ত নেয়৷ এর সঙ্গে ২০০ এয়ারফোর্সের সেনাও সেখানে মোতায়েন করা হবে বলে জানা যায়৷ তবে পরিস্থিতি দেখে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আমেরিকা৷

প্রসঙ্গত, এই বি-২ স্প্রিট যুদ্ধবিমান এতোটাই শক্তিশালী যা পরমাণু অস্ত্রকেও ধূলিস্যাৎ করে দিতে পারে৷ সেই সঙ্গে শত্রুদেশ বিনাশ করতেও এগিয়ে রয়েছে এই বিমান৷  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে