বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:৩০:২৭

বিচ্ছেদ ঠেকাতে, দম্পতিকে ৩ দিন বিলাসবহুল হোটেলে থাকার পরামর্শ বিচারকের!

বিচ্ছেদ ঠেকাতে, দম্পতিকে ৩ দিন বিলাসবহুল হোটেলে থাকার পরামর্শ বিচারকের!

আন্তর্জাতিক ডেস্ক: ওপার বাংলার বীরভূম জেলার সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মামলায় জেলা জজের অভিনব পরামর্শ, তিনদিন নিজেরা বিলাসবহুল হোটেলে থাকুন। মনোমালিন্য না কাটলে ফের জানান আদালতে।হোটেলে থাকার টাকা দিলেন বিচারক পার্থসারথী সেন নিজেই।   

গত বছর মার্চ মাসে সিউড়ির বাসিন্দা গৌতম দাসের সঙ্গে নদিয়ার অহনার বিয়ে হয়। কিন্তু পারিবারিক অশান্তির জেরে জানুয়ারি মাসে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন অহনা। গতকাল এই মামলার আগাম জামিনের শুনানি চলাকালীন দু’জনেই বিচারকের কাছে মারধরের অভিযোগ জানান। এর পরই দু’জনকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অভিজাত হোটেলে ৩ দিন থাকার নির্দেশ দেন তিনি। হোটেলে থাকার খরচ বিচারক নিজে বহন করবেন বলেও জানান।

সরকারি আইনজীবী রঞ্জিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রথম রাত্রিবাসেই মনোমালিন্য কাটার ইঙ্গিত। দু’জনের মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। ১৯ তারিখ মামলার পরবর্তী শুনানি হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে