বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৫:১৮:৫৪

জ্যাকব জুমাকে পদত্যাগের আহ্বান, গুপ্ত পরিবারে ঘেরাও

জ্যাকব জুমাকে পদত্যাগের আহ্বান, গুপ্ত পরিবারে ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। তার সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে থাকা ভারতীয় বংশোদ্ভুত গুপ্ত (পদবী) পরিবারের বাড়ি ঘেরাও করে রেখেছে অভিজাত পুলিশ বাহিনী।

রাজধানী জোহানেসবার্গে ওই বাড়িটি তদন্তের আওতায় আনা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, জোহানেসবার্গের স্যাক্সোনওয়ার্ল্ডে ওই বাড়িটি বুধবার ঘেরাও করা হয়। অন্যদিকে এএনসি যখন প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছে, তখন কি ঘটতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় সে দিকে তাকিয়ে আছে সবাই।

প্রেসিডেন্ট জুমা কি করবেন তা বোঝা যাচ্ছে না। তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির। আর সেই দুর্নীতিতে জড়িয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী একটি পরিবার। এ পরিবারটি গুপ্ত পরিবার নামেই বেশি প্রচার পাচ্ছে।

অভিযোগে বলা হয়েছে, ওই পরিবারটিকে রাষ্ট্রীয় স্পর্শকাতর তথ্য, সরকারের সঙ্গে যোগোযোগের সুবিধা দেয়া হয়েছে অবৈধভাবে। একই সঙ্গে মন্ত্রীপরিষদে কাউকে নিয়োগ করা বা বরখাস্ত করায় তারা প্রভাব বিস্তার করেন। তবে জ্যাকব জুমা ও গুপ্ত পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশের অভিজাত ইউনিট হকস-এর মুখপাত্র হ্যাংওয়ানি মুলাউডজি বলেছেন, গুপ্ত পরিবারে তদন্ত করা খুবই জরুরি একটি বিষয় হয়ে উঠেছে। ওই পরিবারের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে