সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৪:৫৬:৫৫

যে কারণে ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রীর সাথে নেই নরেন্দ্র মোদি!

যে কারণে ভারত সফরে কানাডার প্রধানমন্ত্রীর সাথে নেই নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : মোদিকে ছাড়াই গুজরাট সফরে এলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডেয়ু। এই নিয়ে কানাডায় সংবাদমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। ট্রুডেয়ু শিখদের খালিস্থান আন্দোলনকে সমর্থন করেছিলেন। সে কারণেই সম্ভবত তার ভারত সফরকে গুরুত্ব দিতে নারাজ মোদি।

যদিও, এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে কানাডার সংবাদমাধ্যমে। তাদের অভিযোগ শি জিংপিং, নেতানিয়াহু, শিনজো আবের ভারত সফরের সর্বক্ষণের সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু ট্রেডেয়ুর বেলায় সেটা হচ্ছে না কেন?

এমনকী মোদির রাজ্য গুজরাট সফরের সময়েও মোদি ছিলেন না তার সঙ্গে। তার সঙ্গে থাকার চেয়ে কর্নাটকের প্রচার সভায় থাকাতেই গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদি।

এদিকে সোমবার গুজরাটে মহাত্মা গান্ধীর সবরমতীর আশ্রমে পৌঁছে চরকা কাটেন কানাডার প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন গান্ধী আশ্রম। এরপর তারা যান অক্ষরধাম মন্দিরে। মঙ্গলবার তাদের মুম্বাই যাওয়ার কথা।

সেখানে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন ট্রুডেয়ু। শুক্রবার দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। ভারতে আসার পর সেটাই হবে মোদির সঙ্গে ট্রুডেয়ুর প্রথম সাক্ষাত্‍।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে