মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪০:৫১

মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলবেন না : আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার

মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলবেন না : আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে না খেলতে আমেরিকার প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন। সোমবার মস্কোতে ভালদাই ক্লাব কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্রের বিষয়ে মস্কো উদ্বিগ্ন। মার্কিন আচরণই এই উদ্বেগের উৎস। আমেরিকাসহ কোনো কোনো দেশ সিরিয়া সংকটকে নিজেদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ল্যাভরভ।

তিনি বলেন, সিরিয়ার দক্ষিণে আত্তানাফ এলাকায় আমেরিকা যে 'জোন অব কন্ট্রোল' গড়ে তুলেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে অবস্থিত রুকবান শরণার্থী শিবিরটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য সদস্য নিয়োগের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মস্কো মনে করছে।

আমেরিকা সেখানে মানবিক তৎপরতা চালাতে বাধা দিচ্ছে বলে ল্যাভরভ জানান। রাশিয়ার মস্কোতে বিশ্বের প্রায় ৩০টি দেশের পদস্থ কর্মকর্তা ও চিন্তাবিদদের অংশগ্রহণে আজ থেকে এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও অংশ নিচ্ছেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে