মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৩:০৬

হিজাব পরে মসজিদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা

 হিজাব পরে মসজিদে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে তারচেয়ে বড় খবর হলো- মসজিদ পরিদর্শনের সময় প্রভাবশালী এই প্রধানমন্ত্রী ইসলামী রীতি অনুযায়ী হিজাব বা ইসলামি শালীন পোশাক পরিধান করেছেন।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি জানিয়েছে, দেশটির স্থানীয় সময় রোববার, ১৮ ফেব্রুয়ারি 'ওপেন মস্কস ডে' উপলক্ষে লন্ডনের মিডেনহেড মসজিদ পরির্দশন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর সোমবার দেশটির ফিনসবুরি পার্ক মসজিদ পরিদর্শন করেন তিনি। গত রমজানে এই মসজিদের মুসল্লিদের ওপর বেপরোয়া ট্রাক উঠিয়ে দেয়া হয়েছিলো।

মুসলমানদের পবিত্র স্থান মসজিদের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই ইসলামি পোশাক পরিধান করেন থেরেসা মে। মসজিদে তিনি স্থানীয় মুসলিম কমিউনিটির সঙ্গে কথা বলেন। ট্রাক দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান জানান।

ইংল্যান্ডে প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি 'ওপেন মস্কস ডে' হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনে সকল ধর্ম-বিশ্বাসের মানুষের জন্য দেশের বিভিন্ন শহরের মসজিদগুলোকে উন্মুক্ত রাখা হয়। গতকাল দিবসটি উপলক্ষে ব্রিটেনের দুইশ' মসজিদ উন্মুক্ত রাখা হয়েছিল। এই দিনে মসজিদ পরিদর্শন করে মুসলমানদের প্রতি সৌহার্দ প্রকাশ করেন থেরেসা মে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে