শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:০৬:৩১

ঈদ পালনের প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব ‘আমি হিন্দু’

ঈদ পালনের প্রশ্নে মুখ্যমন্ত্রীর জবাব ‘আমি হিন্দু’

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ঈদ কোথায় পালন করবেন? জবাবে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন আমি হিন্দু আমার আবেগ ব্যক্ত করার পূর্ণ অধিকার আছে৷ এরপরেই তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক ছড়াতে শুরু করেছে৷

রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সব উৎসবেই সমান অংশ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ যেভাবে ঈদ পালনের বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তাতে ফের বিতর্কে শাসক বিজেপি৷ সামনেই হোলি উৎসব৷ সেই উপলক্ষে যোগী আদিত্যনাথ এসেছেন মথুরায়৷ এখানকার বরসানাতে বিখ্যাত হোলিতে অংশ নিতে এসেছেন তিনি৷

মুখ্যমন্ত্রীকে সাড়ম্বরে সম্বর্ধনা জানানো হয়৷ পরে তিনি বলেন, আগের সরকারের ধারণা ছিল মথুরা ও অযোধ্যার উন্নতিতে অর্থ ব্যয় করা হলে সাম্প্রদায়িক তকমা লাগবে৷ এরপরেই আদিত্যনাথ বলেন, আমি দীপাবলি পালন করেছি অযোধ্যায়, হোলি পালন করবো মথুরায়৷

তারপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন তাহলে ঈদ পালন কোথায় করবেন? তখনই মুখ্যমন্ত্রী জানান, আমি হিন্দু আমার পূর্ণ অধিকার আছে নিজের ধর্ম পালন করার৷ গত ১১ মাসে আমার সরকার কাউকে ঈদ পালনে বাধা দেয়নি৷ কাউকে ক্রিসমাস পালনেও বাধা দেয়নি৷ প্রত্যেকের নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে৷ সেই অধিকার আমারও আছে৷

তবে আদিত্যনাথ যেভাবে ঈদ পালনের বিষয়টি এড়িয়ে গিয়েছেন তাতেই ছড়াচ্ছে বিতর্ক৷ হোলি উপলক্ষে শনিবার মথুরা দর্শন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই অঞ্চল রাম, কৃষ্ণ ও শংকরের ভূমি৷ ঋষি, যোগীদের আবাসস্থল৷ এদের প্রতি শ্রদ্ধা দেখানো আমাদের উচিৎ৷ তাই আমার সরকার ব্রজভূমের উন্নতিতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে